Shojirul123 Subscriber 2 years ago |
"পথচলা"
জ্ঞাণী-জ্ঞুণীদের মুখে মুখে একটাই কথা, পৃথিবী নাকি শেষ পৃথিবীর জীবনে বার্ধক্য চেপে বসেছে।
পার করছে সবচেয়ে গুরুতর সময়। তাই ওপারে যাওয়ার আগে নীহারিকা জগতে থাকার এতো তোড়জোড়। হাল আমলে, কেউ কেউ নাকি জমিও কিনছে সেখানে। তবে কথা হলো? এ-ই শেষ সময় ও মানুষ এতো সুবিধা পাচ্ছে, যে সুবিধার কথা মানুষ পৃথিবীর শুরু লগ্নে চিন্তা ও করেনি। রকমারি সুবিধা, বাহারি স্বাধীনতা। বাক স্বাধীনতার থেকে আজ স্বাধীনতার ও স্বাধীনতা মিলছে। তদুপরি মানুষের শত অভিযোগ। হাজারো আবদার। কেন একশোতে একশো সে পাচ্ছেনা। ভাবতে পারেনা না পাওয়ার কোন ভাবনা। সে ভাবে এটাই তার কল্পনা।
....কিন্তু মনে তুষ্টি থাকলেই এ-ই সব আবদারের গল্প হবে শেষ। বাঁচার খাতার পৃষ্ঠা কোন ঝাপটায় হয়তো উল্টাতে গিয়েও উল্টাবেনা। সুতরাং রেখে দিন চাওয়া-পাওয়ার গল্প। শেষ হোক কামনা-বাসনার এই
স্রোতধারা শুরু হোক অল্পে তুষ্টতে পথচলা...।
Alert message goes here